মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, প্রকৃত সংখ্যা নির্ণয়ে কমিটি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই আহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা নিরূপণ এবং তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার গঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (যার মেয়ে যাইমা জাহান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী), এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।
বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কমিটিকে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিদ্যালয়ে ক্লাস চলছিল, ফলে হতাহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।
আপনার মতামত লিখুন