মাদকাসক্ত ছেলেকে মা নিজেই পুলিশে দিলেন

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিলেন মা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজার থেকে সোহাগ জোমাদ্দার (৩২) নামের ওই যুবককে চিহ্নিত করে আটকে সহায়তা করেন তার মা ফরিদা বেগম।
নলছিটি থানা পুলিশ জানায়, তালতলা বাজার এলাকায় নিয়মিত অভিযানে গেলে ফরিদা বেগম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজ ছেলেকে শনাক্ত করে পুলিশকে জানান। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় গ্রামপুলিশের সহায়তায় তাকে আটক করে থানায় নেওয়া হয়।
এর আগে, ৪ আগস্ট নলছিটি থানায় লিখিত অভিযোগ দেন ফরিদা বেগম (৫২)। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কোনো কাজ করে না, বরং নিয়মিত টাকার জন্য চাপ দেয়। টাকা না দিলে গালাগাল, হুমকি ও অশান্তি সৃষ্টি করে।
সর্বশেষ ৪ আগস্ট সন্ধ্যায় এক লাখ টাকা চেয়ে না পেয়ে সে বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ফরিদা বেগম বলেন, “আমার ছেলে অনেক বছর ধরে নেশায় আসক্ত। প্রতিদিন কিছু না কিছু নেশা করে এসে আমাকে টাকা চায়। না দিলেই গালিগালাজ, মারধরের হুমকি, এমনকি জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমি আর সহ্য করতে পারছিলাম না। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়ে নিজেই পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিয়েছি। আমি চাই, আইন অনুযায়ী ব্যবস্থা হোক, আর সে যেন ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।”
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “সোহাগের বিরুদ্ধে তার মায়ের পক্ষ থেকে মাদক সেবন, হুমকি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মা নিজে উপস্থিত থেকে তাকে শনাক্ত ও আটকে সহায়তা করেছেন। তার নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বিবেচনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”
আপনার মতামত লিখুন