মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ডাসার প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে ৩৩নং ধামুসা মৌজার সরকারি খাল অবৈধভাবে ভরাট যে সকল স্থাপনা নির্মিত হয়েছে তা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডাসার উপজেলাবাসি। ফাইলপত্রে দেখা যায় ১নং খতিয়ানে ৭২১ দাগে সরকারি খাল আছে ।
বৃহস্পতিবার ভূরঘাটা-শশিকর সড়কের ডাসার কাঁঠাল তলা বাজার অবৈধ স্থাপনার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সৈয়দ শাহ আলম ও সৈয়দ বেলায়েত হোসেন সরকারি খাল ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এনিয়ে গত তিন মাস যাবত বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
এ সময় শফিজউদ্দিন ঘরামী,অস্রু তালুকদার, রেদোয়ান হোসেন রুবেল,মীর অহিদুজ্জামান মিঠু দাবি করে বলেন, এটা অনেক পূর্বের সরকারি খাল। এটা দিয়ে কৃষকরা নৌকায় করে ধান,পাট নিতো। এ খালের পানি দিয়ে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করতেন। সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন আ’লীগের ক্ষমতার দাপট খাটিয়ে খালটি ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। আমরা সরকারের কাছে দাবি করছি, যাহাতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন,ডিসি স্যারের নির্দেশে ইতিমধ্যে ডাসার উপজেলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আজকে ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। এর আগেও বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ হয়েছে। আমরা ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা রয়েছে, তাও পর্যায়ক্রমে আমরা উচ্ছেদ করবো।
আরও পড়ুন : সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মানহানির মামলা
আপনার মতামত লিখুন