মানব-হাতি দ্বন্দ নিরসনে নাজিয়ার উদ্ভাবনী চিন্তাধারা

জীব বৈচিত্রের অন্যতম উপাদান হাতি, মানব-হাতি দন্দ নিরসনের লক্ষে করনীয় শীর্ষক আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন কনজারভেশন মেডিসিন বিভাগের শিক্ষার্থী নাজিয়া চৌধুরীর গবেষনামূলক “হিউম্যান-এলিফ্যান্ট কনফ্লিক্ট ওয়ার্কশপ” এর দুদিন ব্যাপী কর্মশালার প্রথম অংশ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই) দুদিন ব্যাপী কর্মশালার প্রথম দিবসের গবেষণামুলক কর্মশালা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়েছে।
মানব-হাতি দ্বন্দ নিরসনে একটি হাতি শাবক থেকে পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত, হাতির চালচলন, খাদ্যাভ্যাস, রাগ-অনুরাগ,অভিমান, হাতির বুদ্ধিমত্তা, হাতি রেগে গেলে কেমন হয়, রাগান্বিত অবস্থায় করনীয় কি, শাবকের প্রতি হাতি মাতা এবং হাতি পিতার যত্নশীল আচরণ, হাতির দৈনন্দিন খাবার পানীয় পরিমানের উপর স্ব-চিত্র প্রতিবেদন উপস্থাপন করেছেন টাফ্টস ইউভার্সিটির মাস্টার্স ইন কনজারভেশন মেডিসিন বিভাগের শিক্ষার্থী আমেরিকান সিটিজেন নাজিয়া চৌধুরী।
পরিবেশ কর্মী ও ইংলিশ মিডিয়ামের শিক্ষক সানজিদা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
পরিবেশ কর্মী বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আব্দুল মাবূদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির(বেলা)’র চট্টগ্রাম ব্যুরো চিফ মুনিরা পারভিন রুবা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা ও বায়োডাইভারসিটি অফিসার নুর জাহান, চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, হারবাং বিট কর্মকর্তা আবু সাঈদ, পরিবেশ কর্মী মুহাম্মদ রাহিক বিন রুহুল আমিন, পরিবেশ কর্মী তাহরিন এহতেশাম হেমা, নাজিয়া চৌধুরীর পরিবারের সদস্যরাসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন