মানিকগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতির আশঙ্কা ৬০ কোটির বেশি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত ‘নীলিমা ব্যাগ মিলস লিমিটেড’ নামে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ৬০ থেকে ৬৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই কারখানার আইপিএস রুম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
অগ্নিকাণ্ডের সময় ভেতরে কয়েকজন শ্রমিক অবস্থান করছিলেন। তারা দ্রুত ছাদ দিয়ে বের হয়ে অন্যদের নিরাপদে সরিয়ে নেন। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘন কালো ধোঁয়ায় মুহূর্তেই আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা।
সংঘটিত ঘটনার সময় নিয়মিত টহলরত সেনাবাহিনীর দুটি গাড়ি আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে সিংগাইর, মানিকগঞ্জ এবং সাভার চামড়া শিল্প এলাকার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার মালিক মো. আনিছুর রহমান জানান, “কারখানাটি প্রায় আড়াই মাস ধরে বন্ধ ছিল। আজই প্রথম দিন উৎপাদন শুরু করি, এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। বিপুল পরিমাণ কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত পণ্য পুড়ে গেছে। তবে শ্রমিকদের কেউ আহত না হওয়ায় আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।”
সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর জানান, তারা কাঁচের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু মালামাল উদ্ধার করেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান, “ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ তদন্তের পর জানা যাবে।”
আপনার মতামত লিখুন