মানিকগঞ্জে যুবলীগ নেতা-নেত্রী দম্পতি গ্রেপ্তার

শামীম মিয়া, মানিকগঞ্জ :
প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ৩:৪৯
মানিকগঞ্জে যুবলীগ নেতা-নেত্রী দম্পতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও উসকানির অভিযোগে মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের নেত্রী শিরিন আক্তার মুক্তা ও তার স্বামী যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পৌর শহরের বাজার সংলগ্ন নিজ বাসা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

তারা দুজনই ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৫(১২)২৪ নম্বর মামলার ৫২ ও ৫৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, ওই আন্দোলনে উসকানিমূলক ভূমিকা ও সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃত দুজনই দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।