মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনা খরচে যাচ্ছেন ২০ হাজার বাংলাদেশি

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত যৌথ সভা। ছবি - সংগৃহীত।
বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে ১২ লাখ বিদেশি কর্মী নিতে চায় মালয়েশিয়া সরকার। এর মধ্যে বাংলাদেশি অন্তত ২০ হাজার শ্রমিক বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল এবং মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের যৌথ বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম জানিয়েছেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার বিষয়ে আশাবাদী। আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”
এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার (নিয়মিতকরণ) বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান উপসচিব।
বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, অধিকার নিশ্চিতকরণ ও নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয় দুই দেশ। উভয় পক্ষ একটি ন্যায়সংগত ও টেকসই অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও গুরুত্বারোপ করে।
আপনার মতামত লিখুন