মেঘালয়ের জৈন্তিয়ায় টানা দুই মাসের কারফিউ, সীমান্তে বিজিবির টহল জোরদার

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৫ মে, ২০২৫, ১১:৫৪
মেঘালয়ের জৈন্তিয়ায় টানা দুই মাসের কারফিউ, সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস এবং পশ্চিম জৈন্তিয়া হিলস জেলায় টানা দুই মাসের জন্য কারফিউ জারি করা হয়েছে। ৯ মে থেকে শুরু হওয়া এই কারফিউ প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নর্থইস্ট নিউজ’, ‘ভয়েস সেভেন’ ও ‘দ্য স্টেটসম্যান’সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব খাসি হিলসের জেলা ম্যাজিস্ট্রেট আরএম কুরবাহ এবং পশ্চিম জৈন্তিয়া হিলসের ম্যাজিস্ট্রেট অভিনব কুমার সিং এই কারফিউ জারির ঘোষণা দেন।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, জঙ্গি গতিবিধি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষত বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়াহীন জায়গাগুলোতে এই কারফিউ জারি করা হয়েছে।

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কারফিউর প্রভাব পড়ায় সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিজিবির সিলেট ৪৮ ও সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে অতিরিক্ত টহল দিচ্ছেন বলে সংস্থার দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সীমান্তবর্তী অঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি এবং স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।