মোংলায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

By শিকদার শরিফুল ইসলাম, মোংলা (বাগেরহাট):

2 Min Read
মোংলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩

মোংলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

রোববার (৬ জুলাই) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাসান গাজী’র সঞ্চালনায় প্রেস ক্লাব অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই- গণমাধ্যম স্বাধীন। আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরবেন।

তিনি বলেন, আমরা আর অপরাজনীতি দেখতে চাই না। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষই রাজপথে ছিলেন না, সাংবাদিকরাও এই লড়াইয়ে ছিলেন। সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে সংবাদ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সমাজের আয়না। আপনারা নির্ভিক ভাবে কাজ করুন। আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরুন। এতে যদি কেউ আপনাদের দলীয় প্রভাব দেখিয়ে ভয়ভিতি, হামলা মামলার ভয় দেখায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আগামী দিনে মোংলাকে একটি সুন্দর সমাজ গঠনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় শেষে প্রেস ক্লাব উন্নয়নের জন্য সাংবাদিকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এ সময় মোংলা প্রেস ক্লাবের সকল সদস্যসহ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, বিএনপি নেতার সফর সঙ্গী হিসাবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *