মোহাম্মদপুর-আদাবরে এক ঘণ্টায় দুই খুন

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ৬:১৭
মোহাম্মদপুর-আদাবরে এক ঘণ্টায় দুই খুন

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই দুই হত্যার ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

প্রথম ঘটনা ঘটে রাত ৮টার দিকে, মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১০ নম্বর রোডে। সেখানে মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ইব্রাহিম (২৯) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম পেশায় একজন প্রাইভেট কারচালক। স্থানীয়রা ধাওয়া করে দুই হামলাকারী সজীব (৩২) ও রুবেল (৩৫) নামের দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

অপরদিকে, রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ৬ নম্বর রোডে আরেকটি হত্যাকাণ্ড ঘটে। আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং কিছুদিন আগে কিশোর গ্যাং নেতা মোশারফের ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এ ঘটনার জের ধরেই মোশারফ ও গিট্টু নামে পরিচিত আরও কয়েকজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আমরা দুটি হত্যার ঘটনাতেই তদন্ত করছি। দায়ীদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।

এই দুই হত্যাকাণ্ড ঘিরে পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।