যশোরে ছিনিয়ে নেয়া সরকারি চাল ফেরত, বিএনপির দুইকর্মী গ্রেফতার

By যশোর প্রতিনিধি :

2 Min Read

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত বলা হচ্ছে। গ্রেপ্তারের পর উদ্ধারকৃত চাল ভুক্তভোগী নারীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার সকালে শার্শা থানা পুলিশ অভিযানে নেমে অভিযুক্তদের আটক করে। এর আগে বৃহস্পতিবার, অসহায় নারীদের কাছ থেকে খাদ্য সহায়তার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে চারজন বিএনপি কর্মীর নাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস এবং মোসলেম বিশ্বাসের ছেলে লালটু বিশ্বাস। তারা উলাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আক্তারুজ্জামানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, ভিডব্লিউভি তালিকাভুক্ত নারী সদস্যদের প্রত্যেককে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল সংগ্রহ করে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ধলদা মোড়ে কয়েকজন ব্যক্তি ভ্যান থামিয়ে নারীদের চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা বলেন, অভিযুক্তরা কেউ দলীয় পদে নেই, তারা বিএনপি পরিবারের সদস্য মাত্র। ঘটনার পর পরই স্থানীয়ভাবে দলের পক্ষ থেকে একটি সভা আহ্বান করে পুলিশকে তদন্তে সহায়তা করা হয়।

শার্শা থানার ওসি কে.এম. বরিউল ইসলাম জানান, সরকারি চাল ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত চাল নারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরে হতদরিদ্র নারীদের চাল ছিনতাই, অভিযুক্তরা বিএনপি নেতার অনুসারী

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *