যশোরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

যশোরের চৌগাছায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক ও সড়ক দুর্ঘটনায় আহত এক কিশোর আজ রবিবার মারা যান। দুর্ঘটনায় দুইজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
হাসপাতাল ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু আহম্মেদ (১৮)। পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু ওই গ্রামের শফিউদ্দীনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
অপরদিকে, রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সড়ক দুর্ঘটনায় আহত নাঈম হোসেন (২০)। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
এরআগে, গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে কান্দি বাজার এলাকায় হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে আসার সময় পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে চৌগাছা হাসপাতালে, পরে যশোর জেনারেল হয়ে তাকে ঢাকায় পাঠান। ঢাকায় পৌঁছানোর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন