যশোরে বাস-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

যশোর প্রতিনিধি :
প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ৪:১৫
যশোরে বাস-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

যশোরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ।

যশোরের মনিরামপুর সরকারি কলেজ মোড়ে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের একজন পথচারী ও অন্যজন ভ্যানযাত্রী।

রবিবার দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাওয়ার পথে কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি প্রায় ৩০ মিটার দূরে গিয়ে এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতরা হলেন, গাইবান্ধার আব্দুল্লাহ গ্রামের রাজন হোসেনের ছেলে ভ্যানযাত্রী রতন (২৭) ও মনির আপুর উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে পথচারী নাজমুল শেখ (৪০)।

আহতদের মধ্যে রয়েছেন, উপজেলার গোপালপুর গ্রামের মোকলেস মোড়লের ছেলে মো. শোয়েব আক্তার (৩০),একই উপজেলার জালঝাড়া পূর্বপাড়ার রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী (৩০) এবং আরও একজন, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক বাসটির নম্বর ঢাকা মেট্রো জ-১১-১৩১৪। বাস চালকের নাম আব্দুল গনী (৩৫), পিতা: খোকন মোড়ল; তিনি চালুয়াহাটি ইউনিয়নের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।

মনিরামপুর থানার ওসি বলেন, “বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।”