যুবলীগ কর্মী হত্যার পর মরদেহ খালে ফেলার সময় দুই যুবককে গণপিটুনি

নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ৫:০৫
যুবলীগ কর্মী হত্যার পর মরদেহ খালে ফেলার সময় দুই যুবককে গণপিটুনি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যুবলীগের এক কর্মীকে হত্যার পর মরদেহ খালে ফেলে পালানোর সময় দুজন যুবককে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে আহত অবস্থায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টার দিকে। বেগমগঞ্জ উপজেলার হলবান পুল এলাকার পাশে খালে মরদেহ ফেলে পালানোর সময় স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে। বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের সদস্য ছিলেন।

গণপিটুনিতে আটক দুই যুবক হলেন—নোয়াখালী সদর উপজেলার চর কাউনিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫) এবং সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের মো. বাবু (৩৩)। জানা গেছে, আনোয়ার একজন অটোরিকশাচালক।

পুলিশ জানায়, স্থানীয়দের পিটুনিতে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বাবুকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, আনোয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত জাকিরের পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে ৮-১০ জনের একটি দল হাসানপুর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর আগে স্থানীয় একটি বিরোধের জেরে গত শনিবার প্রতিপক্ষের কয়েকজন তার মাটি কাটার ভেকু মেশিনে আগুন দেয়।

জাকিরের স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কয়েক বছর ধরে তাবলিগ করছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে মাটি বিক্রির ব্যবসা শুরু করেন। এ নিয়েই বিরোধ তৈরি হয়। শনিবার প্রতিপক্ষের কয়েকজন ভেকু মেশিন পুড়িয়ে দেয়। আমি পুলিশ ও সেনাবাহিনীকে আগেই অবহিত করেছিলাম। আমি স্বামীর হত্যার বিচার চাই।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির মাটি প্রতি গাড়ি বিক্রি করতেন ১২০০ টাকায়, যেখানে প্রতিপক্ষরা বিক্রি করতেন ১৬০০ টাকায়। এই দামে পার্থক্য নিয়ে বিরোধ চরমে পৌঁছায়।

তবে সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, জাকির হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।