রক্ষণাবেক্ষণের অভাবে গুজরাটে সেতু ধস, ৯ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ৫:০৬
রক্ষণাবেক্ষণের অভাবে গুজরাটে সেতু ধস, ৯ জনের প্রাণহানি

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরার পাদরা তালুকের গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায় চারটি যানবাহন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনার সময় সেতু দিয়ে দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি ও একটি পিকআপ ভ্যান পার হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ করে সেতুর একটি বড় অংশ নদীতে ধসে পড়ে। একসঙ্গে গাড়িগুলোও পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়রাও তাতে অংশ নেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে ফেলে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুদিন ধরেই গম্ভীরা সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এটি আনন্দ, ভদোদরা, ভরুচ ও অঙ্কলেশ্বর জেলার সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ হলেও রক্ষণাবেক্ষণে অবহেলা ছিল চরম। একজন বাসিন্দা বলেন, “সেতুটি শুধু দুর্ঘটনার জন্য নয়, আত্মহত্যার জন্যও কুখ্যাত ছিল। বহুবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।”

ঘটনার পর কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গম্ভীরা সেতু ধসে বহু গাড়ি নদীতে পড়েছে, প্রাণহানির আশঙ্কা প্রবল। দ্রুত উদ্ধার কার্যক্রম ও বিকল্প যোগাযোগ ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।”

প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজে বর্তমানে ডুবুরি ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। নদীতে তল্লাশি চালানো হচ্ছে এবং দুর্ঘটনায় পড়া যানবাহন উদ্ধারে ক্রেন আনা হয়েছে।

সঙ্গে সঙ্গে ঘোষণা এসেছে, এই দুর্ঘটনার পর পুরো অঞ্চলের অনুরূপ সেতুগুলোর কারিগরি পরিদর্শন ও নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) শুরু করা হবে।