রাউজানে যুবদল নেতা হত্যার সিসিটিভি ফুটেজ ভাইরাল, শনাক্ত দুই সন্ত্রাসী

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে যুবদল নেতা মো. সেলিম (৪২) হত্যাকাণ্ডের সময়কার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার প্রকাশিত ওই ফুটেজে দেখা যায়, পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তাদের মধ্যে তিনজন বোরকা পরা এবং দুইজন মুখে রুমাল পেঁচানো অবস্থায় ছিলেন। সবার হাতেই ছিল আগ্নেয়াস্ত্র।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সিসিটিভি বিশ্লেষণ করে দুইজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা দুজনই চিহ্নিত সন্ত্রাসী। এদের একজনের নাম রায়হান এবং অপরজন ধামা ইলিয়াস। বোরকা পরা বাকি তিনজনকে শনাক্তে পুলিশের কাজ চলছে।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা একটি অটোরিকশা করে পালিয়ে যায়। তারা ঈষাণ ভট্টের হাট থেকে হযরত আশরাফ শাহ (রহ.) মাজার গেট পর্যন্ত এসে অটোরিকশাটি ছেড়ে দেয় এবং অন্য একটি রিকশায় চড়ে ‘কমলার টিলা’ হয়ে পার্বত্য এলাকা রাঙামাটির কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়ি গহিন এলাকায় চলে যায়। ওই অঞ্চলে কোনো গাড়ি চলাচলের রাস্তা না থাকায়, তারা পায়ে হেঁটে ৫-৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নিরাপদ স্থানে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় সেলিমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা বা সংগঠনগত দ্বন্দ্ব থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন