রাকসু নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের কর্মসূচি

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ৫:২৯
রাকসু নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ ৩৫ বছর ধরে তাদের সাংবিধানিক অধিকার রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) থেকে বঞ্চিত। ২০২৪ সালে নতুন প্রশাসনের কাছে রাকসু পুনর্বহালের প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা এখনো বাস্তবে রূপ নেয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ দিলেও, নানা অজুহাত ও অদৃশ্য প্রভাবের কারণে নির্বাচন আয়োজন কার্যকর হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, আর অপেক্ষা নয়, এবার রাকসুর জন্য চূড়ান্ত লড়াই।

এই দাবিতে বুধবার (২৩ জুলাই ২০২৫) বিকেল ৩টায় রাকসু ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, রাকসু নির্বাচন না হওয়া বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। প্রশাসন যদি দ্রুত তফসিল ঘোষণা না করে, তাহলে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখোমুখি হতে হবে।

তারা জানান, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং মাঠ ছাড়বেন না।