রাজধানীতে একাধিক সমাবেশ, যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় রোববার (আজ) একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে।
এ কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, এনসিপির কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ আয়োজনকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।
পাশাপাশি একইদিনে এইচএসসি ও বিসিএস পরীক্ষাও থাকায় জনদুর্ভোগ এড়াতে ডাইভারশন প্ল্যান গ্রহণ করেছে পুলিশ।
এ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে।
সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ উৎসব চলবে।
এইসব কর্মসূচির কারণে শাহবাগ কেন্দ্রিক যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে এবং যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে পুলিশ। উত্তরের যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলবে। পশ্চিম থেকে আসা যানবাহনগুলো কাটাবন থেকে নীলক্ষেত, পলাশী বা সোনারগাঁও রোডে যাবে।
দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত গাড়ি হেয়ার রোড ব্যবহার করবে। কাকরাইল হয়ে আসা গাড়ি শাহবাগ এড়িয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবে। টিএসসি ও রাজু ভাস্কর্যের দিক থেকে আসা যানবাহন শাহবাগ না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত দিয়ে চলবে।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক পরিহারের পাশাপাশি, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িক ও জনস্বার্থে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন