রাজশাহীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠিত

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আখতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই মাস জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসে বঙ্গবন্ধুর পরিবারসহ অনেক জাতীয় নেতা শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সবাই “সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ থাকার” শপথ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন