রাজশাহীতে রাজশাহীতে পাশের হার ৭৭.৬৩ শতাংশ, ছয় বছরে সর্বনিম্ন রেজাল্ট

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ১:১৬
রাজশাহীতে রাজশাহীতে পাশের হার ৭৭.৬৩ শতাংশ, ছয় বছরে সর্বনিম্ন রেজাল্ট

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এবার গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা ২০১৯ সালের পর থেকে এই প্রথম ৮০ শতাংশের নিচে নামল।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে মোট এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৮০ হাজার ৩১০ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৩৯ হাজার ৯৩০ জন।

এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম।

গত ছয় বছরের ফলাফল তুলনা করলে দেখা যায়: 

  • ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯.২৬%
  • ২০২৩ সালে ৮৭.৮৯%
  • ২০২২ সালে ৮৫.৮৮%
  • ২০২১ সালে ৯৪.৭১%
  • ২০২০ সালে ৯০.৩৭%
  • ২০১৯ সালে ৯১.৬৪%

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ২০২৫ সালেই পাসের হার সবচেয়ে কম মাত্র ৭৭.৬৩ শতাংশ।

ফলাফলের এই পতনে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, করোনোত্তর শিক্ষায় স্থবিরতা, পাঠদানের ঘাটতি, পাঠ্যসূচির পরিবর্তন, শিক্ষকদের অনুপস্থিতি এবং শিক্ষার্থীদের মানসিক চাপ এর জন্য দায়ী হতে পারে।

সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে শিক্ষার মান ও ফলাফল উন্নত করা সম্ভব হয়।