রাজশাহীতে ভুয়া এনজিওর প্রতারণা, গ্রাহকদের বিক্ষোভ

ভুয়া এনজিওর প্রতারণার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া এলাকায় একটি ভুয়া এনজিওর প্রতারণার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার সাধারণ ও নিম্ন আয়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন।
জানা গেছে, খুটিপাড়া এলাকার বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৭), পিতা মো. আকবর আলী, তার বাড়ির দ্বিতীয় তলায় মৌখিকভাবে ‘সিও এনজিও’ নামের একটি প্রতিষ্ঠানকে মাসিক ৭ হাজার টাকা ভাড়ায় অফিস করার অনুমতি দেন। এনজিওটি সাইনবোর্ড লাগিয়ে গত ২৮ জুন থেকে কার্যক্রম শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটির কয়েকজন প্রতিনিধি সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৭ হাজার থেকে ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত অগ্রিম কিস্তি বাবদ টাকা আদায় করে। বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ এই প্রলোভনে পড়ে টাকা জমা দেন।
কিন্তু ১ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে একদল গ্রাহক অফিসে গেলে সেটিকে তালাবদ্ধ অবস্থায় পান। সেখানে কোনো কর্মী উপস্থিত ছিলেন না, এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং বাড়ির মালিক জিয়াউর রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এনজিওটি শুরু থেকেই সন্দেহজনক ছিল, তবে ঋণের আশায় অনেকেই বিশ্বাস করে টাকা জমা দেন। তারা দ্রুত প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নুর হোসেন নির্ঝর বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। ভুক্তভোগীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
আপনার মতামত লিখুন