রাজশাহী নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে স্বচ্ছতা চেয়ে রুয়েট শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই ২০২৫) দুপুর ১২টায় রাজশাহীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা নেসকোর মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন,নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবী ইঞ্জিনিয়াররা বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, এ ধরনের অনৈতিক প্রক্রিয়া আর সহ্য করা হবে না।
শিক্ষার্থীরা বলেন,আমরা ন্যায্যতা ও স্বচ্ছতার পক্ষে। নিয়োগ প্রক্রিয়া যেন রাজনৈতিক ও প্রমোশনাল চাপে ক্ষতিগ্রস্ত না হয় – সেটি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা তাদের তিন দফা দাবির কথা তুলে ধরেন:
১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) – ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না।
২. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE) – ৮ম গ্রেড পদে সমস্ত ডিপ্লোমা কোটা বাতিল করে আবেদন প্রক্রিয়া সকল প্রকৌশল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বর্তমানে নেসকোতে AE পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান,তাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যাবেন। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে মেধাভিত্তিক, স্বচ্ছ এবং পক্ষপাতহীন প্রক্রিয়া চালুর দাবি এখন প্রকৌশল শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। রুয়েট শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ ও স্পষ্ট দাবিনির্ভর আন্দোলন নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আপনার মতামত লিখুন