রাবির ‘বিজয় ফিস্ট’-এর খাবারে অসুস্থ ৮৩ শিক্ষার্থী, তদন্তে দুই সদস্যের কমিটি

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ৪:৫৬
রাবির ‘বিজয় ফিস্ট’-এর খাবারে অসুস্থ ৮৩ শিক্ষার্থী, তদন্তে দুই সদস্যের কমিটি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আয়োজিত ‘বিজয় ফিস্ট’-এর খাবার খেয়ে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের অনেকেই গ্যাস্ট্রিক ও ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে খাবারের স্যালাইন বিতরণ করা হয়েছে।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম জানান, “বিজয় ফিস্টের খাবার খাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে গ্যাস্ট্রিক ও ফুডপয়জনিংয়ের উপসর্গ দেখা দেয়। তবে সবাই আশঙ্কামুক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, গত মঙ্গলবার আয়োজিত ‘বিজয় ফিস্ট’-এ অংশ নিতে শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করেন এবং বিভিন্ন হলে খাবার গ্রহণ করেন। তবে খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষার্থী। এরপরই অসুস্থ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে।

বিজয়-২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, “খাবার খাওয়ার পর পেটে ব্যথা শুরু হয়। রাতে আর কিছু খেতে পারিনি। পরদিন সকালে মেডিকেলে চিকিৎসা নিয়েছি।”

আরেক শিক্ষার্থী অর্পণ ধর বলেন, “আমার কক্ষের তিনজনই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। একাধিকবার টয়লেটে যেতে হয়েছে, পরে ওষুধ নিতে হয়েছে।”

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি জানান, “আমি আজ ডিউটিতে ছিলাম না। তবে দায়িত্বে থাকা চিকিৎসকরা প্রায় ১৫ জন শিক্ষার্থীকে পেটের সমস্যাজনিত কারণে চিকিৎসা দিয়েছেন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাবারের মান যাচাই ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।