রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ১৮ জনকে চাকরিচ্যুতি, প্রবেশে নিষেধাজ্ঞা

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ তাঁদের প্রকল্প এলাকা ও গ্রিন সিটি আবাসিক জোনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১০ মে) রাতে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি সংশ্লিষ্ট ব্যক্তিদের ই-মেইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রকল্প কর্তৃপক্ষ।
প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, চাকরিচ্যুতির সিদ্ধান্ত সম্পর্কে নিরাপত্তা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে আদেশের পেছনের কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
চাকরিচ্যুতদের কয়েকজন জানান, তাঁরা বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, এটি রূপপুর প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে চলমান আন্দোলনেরই প্রতিক্রিয়া।
প্রসঙ্গত, এনপিসিবিএলের এমডি ড. জাহেদুল হাছানের অপসারণসহ বিভিন্ন দাবিতে প্রতিষ্ঠানটির প্রায় ১,৮০০ কর্মকর্তা-কর্মচারী গত ২৮ এপ্রিল থেকে আন্দোলন শুরু করেন। ৬ মে ঈশ্বরদীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং ৭ মে প্রকল্প কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তাঁরা। এরপর এনপিসিবিএল তাদেরকে চাকরিবিধি ও কোম্পানির নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক করে।
এমন প্রেক্ষাপটে হঠাৎ করে ১৮ জনকে চাকরিচ্যুতি এবং তাদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। বিষয়টি ঘিরে কর্মচারীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন