রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজি

ডেস্ক নিউজ
প্রকাশ: ৭ মে, ২০২৫, ১১:৫৯
রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হলো। তিনি বর্তমানে দায়িত্বে থাকা ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে।

উল্লেখ্য,  গত ১৩ মার্চ রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত রাখা হয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। দীর্ঘ সময় ধরে তাকে কোনো পদে দায়িত্ব না দিয়ে অপেক্ষমাণ রাখা হয়েছিল।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।