রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে না : প্রেস উইং

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৫, ৩:৩৬
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে না : প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে না।

এ কথা জানিয়ে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপর ৯০ দিনের জন্য সারা বিশ্বে ইউএসএআইডির সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহযোগিতা অব্যাহত রাখবে ইউএসএআইডি।

অর্থাৎ রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে না। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান উপ-প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তাদের কার্যক্রম বাস্তবায়নকারী সব অংশীজনকে তাদের অধীন চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ অথবা স্থগিত করার নির্দেশ দিয়েছে।