রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় আইওএমকে ৩.৫ মিলিয়ন ডলার দিল জাপান

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ৬:৪২
রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় আইওএমকে ৩.৫ মিলিয়ন ডলার দিল জাপান

কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান সরকার।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

এই প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা এবং ভাসানচরে অবস্থানরত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দা সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, জীবিকা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সহায়তা পাবেন।

চুক্তি স্বাক্ষর শেষে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, কক্সবাজার ক্যাম্পে আমার প্রথম সফরের পরপরই এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। আশা করি, জাপান সরকারের সহায়তায় বাস্তবায়িত এই পরিকল্পনা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।