লোহাগাড়ার চুনতিতে সোপান-এর বৃক্ষরোপণ সপ্তাহে পরিবেশ সুরক্ষার বার্তা

লোহাগাড়া প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ২:০৬
লোহাগাড়ার চুনতিতে সোপান-এর বৃক্ষরোপণ সপ্তাহে পরিবেশ সুরক্ষার বার্তা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সামাজিক সংগঠন সোপান একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। গত ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত সংগঠনটি ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালন করে, যার আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে প্রায় ৪ হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির আওতায় চুনতির দুটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ, তিনটি মাদ্রাসা, পাঁচটি মসজিদ, দুইটি মন্দির ও একটি বৌদ্ধ বিহারে বৃক্ষরোপণ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সোপান-এর উদ্যোক্তারা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ সময়োপযোগী। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে গাছ লাগানো ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুনতি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সোপান-এর এ ধরনের উদ্যোগ খুবই ফলপ্রসূ।

পরিবেশ বিশেষজ্ঞ সানজিদা রহমান এই কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বৃক্ষরোপণ আজ শুধু প্রকৃতি নয়, ভবিষ্যৎ টিকে থাকার লড়াই। সোপানের এই কর্মসূচি নিঃসন্দেহে একটি রোল মডেল।

সোপান জানিয়েছে, ভবিষ্যতে তারা চুনতির প্রতিটি ঘরে অন্তত একটি করে গাছ লাগানোর লক্ষ্যে কাজ করবে এবং প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করবে।

সচেতন মহল মনে করে, সোপান-এর এই বৃক্ষরোপণ সপ্তাহ চুনতিতে পরিবেশ রক্ষার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

এমন উদ্যোগ অন্যান্য সংগঠনকেও পরিবেশ বিষয়ে কার্যকর ভূমিকা নিতে উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।