বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর করিম কুটির এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. মহিউদ্দিন (৫২) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নগরীর মসজিদ গলির ‘স্মরণিকা ভিলা’ নামের ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. মহিউদ্দিন বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মহিউদ্দিন একাই ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। রাতে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে খাটের উপর থেকে তার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কেউ কোনো অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হবে।এদিকে নিহতের পরিবার এটিকে হত্যা বলে দাবি করেছে।
মহিউদ্দিনের বড় ভাই, বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জসিমউদ্দিন অভিযোগ করে বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের দুর্নীতি ও নানা অনিয়মের প্রতিবাদ করায় তার ভাই বারবার হুমকির মুখে পড়েছিলেন। এ বিষয়ে তিনি বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগও দিয়েছিলেন।
জসিমউদ্দিনের ভাষ্য, বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আরেক ভাই, বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা এই ঘটনায় মামলা করব। এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যা।
আপনার মতামত লিখুন