শিক্ষার্থী-বন্ধব সিদ্ধান্তে বিদ্বেষ এড়ানো যেত: যুব ও ক্রীড়া উপদেষ্টা

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ২:১৩
শিক্ষার্থী-বন্ধব সিদ্ধান্তে বিদ্বেষ এড়ানো যেত: যুব ও ক্রীড়া উপদেষ্টা

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী-বন্ধব সিদ্ধান্ত নেওয়া হলে ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের প্রক্রিয়ায় শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিদ্বেষপূর্ণ পরিস্থিতি তৈরি হতো না— এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া।

শনিবার বিকেল ৫টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খেলাধুলার প্রসার ও বিকেন্দ্রীকরণের উদ্যোগের অংশ হিসেবে আগামী বছরের মধ্যে উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।

এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, মাঠ সংস্কারের জন্য বিসিবি এনএসির পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংস্কার শেষে রাজশাহীতে বিপিএলের ম্যাচ আয়োজন করা হবে। পরে আসিফ মাহমুদ ভূইয়া রাজশাহী বিভাগের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্টেডিয়াম পরিদর্শন করেন।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।