শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ৫:২৯
শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, প্রতিনিধি দল মাহেরীন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিমান বাহিনী মাহেরীন চৌধুরীকে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের আগলে রাখলেন শিক্ষিকা মাহেরীন

কোমলমতি শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে যে বীরত্ব তিনি দেখিয়েছেন, তা চিরকাল জাতির স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। উল্লেখ্য, মাইলস্টোন স্কুলের পাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষিকা মাহেরীন চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ২০ শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনেন।

তবে এসময় তিনি মারাত্মকভাবে দগ্ধ হন এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার কিছু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।