শিশু হাসপাতালে পদ্ধতিগত ত্রুটি: বাতিল হলো ৬৫ চিকিৎসকের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ৩:০৪
শিশু হাসপাতালে পদ্ধতিগত ত্রুটি: বাতিল হলো ৬৫ চিকিৎসকের নিয়োগ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অনিয়মের মাধ্যমে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার (২০ জুলাই) হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায় এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি নিয়োগ বাতিলের সুপারিশ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

বাতিল হওয়া চিকিৎসকদের অনেকেই অভিযোগ করেছেন, হাসপাতালে কর্মরত কিছু অনারারি চিকিৎসককে প্রতিযোগিতামূলক কোনও প্রক্রিয়া ছাড়াই রাতারাতি নিয়োগ দেওয়া হয়। লিখিত কিংবা মৌখিক পরীক্ষার কোনও আয়োজন ছিল না, ফলে যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হয়েছেন।

এই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ জুলাই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়।