শেরপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ২:১৯
শেরপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি, ইন্টারনেট থেকে নেওয়া।

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড় গ্রামের আজিজুল হককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটির বয়স মাত্র সাড়ে তিন বছর।

গৃহকর্মীর কাজে গিয়েছিলেন মা অন্যদিকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাবাও ছিলেন বাইরে। এসময় সাড়ে তিন বছরের মেয়েশিশুর ওপর যৌন নিপীড়ন চালায় প্রতিবেশী ৭৫ বছর বয়সের এ বৃদ্ধ।

এ ঘটনা জানাজানি হলে আজিজুল ও তার পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় লোকজন শনিবার আজিজুলকে আটক করে পুলিশে তুলে দেয়। আজ রোববার শিশুটির মা শ্রীবরদী থানায় মামলা করেন।

শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই দিনের চিকিৎসা শেষে রোববার বাড়িতে নেওয়া হয়েছে ভুক্তভোগী শিশুটিকে।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটির প্রজনন অঙ্গে ক্ষত দেখা গেছে। দুইদিন সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার পরিবার তাকে বাড়ি নিয়ে গেছে।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, মামলায় আজিজুলকে গ্রেপ্তার দেখিয়ে এদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।