সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ১২:২২
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালুর এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। একইসঙ্গে শিক্ষা খাতে আরোপিত ১০ শতাংশ কর অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবিগুলো জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন ও সাধারণ সম্পাদক সুবহে সাদিক সন্ধি।

বিবৃতিতে তারা বলেন, ২০১৫ সালের ‘নো ভ্যাট অন এডুকেশন’ আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণআন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এসব আন্দোলনে অংশগ্রহণ প্রমাণ করে, শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন। তাই সময় এসেছে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা পুনরায় চালু করার।

তারা আরও বলেন, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি কাঠামো, অভিন্ন গ্রেডিং নীতিমালা, গবেষণায় বাজেট বৃদ্ধি, শিক্ষক সংকট নিরসন ও সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করার এখনই সময়। এসব বাস্তবায়নে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে একটি শক্তিশালী ছাত্র সংসদ।

ছাত্র ইউনিয়নের দাবি, দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক চর্চা ও মুক্ত রাজনৈতিক পরিবেশ থেকে শিক্ষার্থীদের দূরে রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ছাত্র রাজনীতিকে দমন করে অথচ কিছু গোপন রাজনৈতিক শক্তিকে নিরব সহায়তা দিচ্ছে, যা দ্বিচারিতার সামিল।

নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিকে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার খর্ব করছে, অন্যদিকে বোর্ড অব ট্রাস্টির মুনাফা রক্ষা করছে। এই অবস্থায় আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি— শিক্ষা খাতের ওপর আরোপিত ১০ শতাংশ বৈষম্যমূলক কর বাতিল এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আন্দোলনে একতাবদ্ধ হই। এই আন্দোলন হবে শিক্ষার্থীদের অধিকার পুনরুদ্ধারের লড়াই।

বিবৃতিতে আরও জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অবিলম্বে ছাত্র রাজনীতি উন্মুক্ত করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা না নেয়, তাহলে ছাত্র ইউনিয়ন নিজেই শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন আয়োজন করবে।