সমাবেশে বক্তব্যরত অবস্থায় মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ১১:৫৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার বিকেল ৫টা ২২ মিনিটে বক্তব্য চলাকালে তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গেই আশপাশের নেতাকর্মীরা তাকে ঘিরে সহায়তা করেন।
অল্প সময়ের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বারের মতো পড়ে যান।
পরে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, প্রচণ্ড গরমের কারণে আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। উপস্থিত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আর বক্তব্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে কিছুক্ষণ পর তিনি মঞ্চেই ডায়াসের পাশে বসে পা মেলে বক্তব্য দেন। এ সময় তার পাশে চিকিৎসকদের উপস্থিত থাকতে দেখা যায়।
আপনার মতামত লিখুন