সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: মাহফুজ আনাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
প্রকাশ: ৪ মে, ২০২৫, ৪:৫৯
সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: মাহফুজ আনাম

সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ছবি - সংগৃহীত।

গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

রোববার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আনাম বলেন, ‘বর্তমানে ২৬৬ জন সাংবাদিক হত্যা কিংবা সহিংসতা-সংক্রান্ত অপরাধের মামলার আসামি। এটা কীভাবে সম্ভব? এটা আমাদের জন্য লজ্জাজনক।’

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনেও দুই শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। বর্তমান পরিস্থিতিও তার চেয়ে ভয়াবহ।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘কারও অপরাধ থাকলে আইনের মাধ্যমে শাস্তি দিন, আমরা তা সমর্থন করি। কিন্তু ছয়-সাত মাস কেটে যাওয়ার পরও এসব মামলায় তদন্তে কোনো অগ্রগতি নেই—এটা প্রশ্নবিদ্ধ।’

আইন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘মামলা করার অধিকার জনগণের থাকলেও আইনের অপপ্রয়োগ ঠেকানো সরকারের দায়িত্ব।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।