সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ৭:৫৯
সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিক প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন। দ্রুততম সময়ে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো তুহিন হত্যার বিচারও যাতে চাপা পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তারা। তুহিনসহ বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সহসভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন— দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম, যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম পারভেজ, আমাদের সময়ের খালিদ আবু, ডেইলি অবজারভারের জিয়াউল আহসান, নিউজ নেক্সটের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জেলা ও উপজেলা প্রতিনিধিরা।