সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে নিউজনেক্সট সম্পাদকের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ১২:৪৪
সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে নিউজনেক্সট সম্পাদকের শোক প্রকাশ

দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম অঙ্গনে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজনেক্সট সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম।

এক শোকবার্তায় তিনি বলেন, রিমন ছিলেন আপসহীন, সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে নিরন্তর প্রতিবাদী এক সাংবাদিক। পেশাগত জীবনে তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হননি, কিংবা ক্ষমতার কাছে মাথানত করেননি। তার নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, রিমন তার কর্মগুণে আগামীর সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন। নিউজনেক্সট পরিবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।