সাতক্ষীরায় টিআরএম ক্ষতিগ্রস্তদের বকেয়া ৪৮ কোটি টাকার দাবিতে স্মারকলিপি

By সাতক্ষীরা প্রতিনিধি:

2 Min Read

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত মালিকদের পক্ষে দেওয়া স্মারকলিপিতে জানানো হয়, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টানা ছয় বছর পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম চালু ছিল। এ সময়ে ১ হাজার ৫৬২ একর জমিতে জোয়ার-ভাটার কারণে কৃষি উৎপাদন বন্ধ হয়ে যায়। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ছয় বছরের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও জমির মালিকেরা মাত্র দুই বছরের ক্ষতিপূরণ পেয়েছেন। বাকি চার বছরের প্রায় ৪৮ কোটি টাকা এখনো বকেয়া রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, টিআরএম বাস্তবায়নের ফলে কপোতাক্ষ অববাহিকার অন্তত ১৫ লাখ মানুষ সরাসরি এবং ৪০ লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। নদী তার নাব্যতা ফিরে পেয়েছে, জীববৈচিত্র্যের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কৃষি উৎপাদন বন্ধ থাকায় পাখিমারা বিলের মানুষ দারুণ ভোগান্তিতে পড়েছেন—চরম আর্থিক সংকট, ঋণের বোঝা, কর্মসংস্থানের অভাব এবং সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা অভিযোগ করেন, বারবার দাবি জানালেও পানি সম্পদ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত বকেয়া ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *