সাতক্ষীরার খলিশাখালিতে অপরাধ দমনে পুলিশ ফাঁড়ির দাবি জোরালো

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ৪:৪৮
সাতক্ষীরার খলিশাখালিতে অপরাধ দমনে পুলিশ ফাঁড়ির দাবি জোরালো

সাতক্ষীরার দেবহাটার আলোচিত জনপদ খলিশাখালি এখন নিয়মিত মারপিট, হামলা ও মামলার ঘটনায় তুমুল বিতর্কিত। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা এলাকাটিকে অপরাধমুক্ত রাখতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাখালি একটি জনবহুল এলাকা, যেখানে প্রায় ১,৩২০ বিঘা ব্যক্তি মালিকানাধীন জমি ‘শেখ মুজিবুর রহমান আবাসন প্রকল্প’ নামে দখল করে রেখেছে একটি ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র। বর্তমানে এসব জমিতে গড়ে উঠেছে মাদক সেবন ও বিক্রির আখড়া, এবং নানা অপরাধচক্রের আশ্রয়স্থল।

এলাকাবাসীর অভিযোগ, দেবহাটা থানা থেকে খলিশাখালির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। ফলে অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ পৌঁছাতে বিলম্ব হয় এবং বিচারপ্রক্রিয়াও দীর্ঘায়িত হয়। তাই এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ সম্ভব হবে এবং অপরাধও হ্রাস পাবে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, সামাদ আলী ও আশরাফ উদ্দিনসহ অনেকেই জানান, ভূমিদস্যুরা দখলকৃত এলাকায় অবস্থান নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অপরাধ সংগঠনের কেন্দ্র গড়ে তুলেছে। এতে করে খলিশাখালিকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। পুলিশের উপস্থিতি না থাকায় সাধারণ মানুষ ভয়ের মধ্যে বসবাস করছেন।

তারা আরও বলেন, “যদি এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়, তাহলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে, অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না এবং সাধারণ মানুষ কিছুটা হলেও নিরাপদ বোধ করবে।”

এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন জানান, “জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। জনগণের যেকোনো যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেবহাটার খলিশাখালিতে মাঝে মধ্যেই নানা অপরাধের ঘটনা ঘটে। স্থানীয়দের যদি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা থাকে, সেটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”

এলাকাবাসীর মতে, খলিশাখালিতে একটি পুলিশ ফাঁড়ি শুধু অপরাধ দমনেই নয়, বরং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নত জীবনযাত্রার পথও সুগম হবে।