সাপাহারে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’

নাসির হায়দার, সাপাহার (নওগাঁ) :
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ৫:৪৮
সাপাহারে  দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’

নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল (আম উৎসব) ২০২৫’। শুক্রবার দুপুরে ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে তিনি উৎসবের শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আমচাষি, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত নওগাঁ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার ওসি আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল খায়ের তরুণ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী।

দুই দিনব্যাপী এই উৎসবে থাকবে আমের স্টল, বিভিন্ন জাতের আম প্রদর্শনী ও বিক্রয়, আম দিয়ে তৈরি খাদ্য সামগ্রীর আয়োজন, কুরিয়ার সুবিধা, তথ্যবহুল স্টল এবং ১০০ জনকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়াও অনুষ্ঠিত হবে সেমিনার, আম-ভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের জন্য থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে সাপাহারের আমচাষ ও বাজার ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব হবে।