গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ৪:২৩
গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, আদালতের আদেশ অনুযায়ী এ ক্রোকাদেশ কার্যকর করা হয়েছে।

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী। সিআইডির তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গত ৮ জুলাই আদালত এই আদেশ দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিআইডির ভাষ্যমতে, জোরপূর্বক জমি দখল, কমিশন বাণিজ্য, জালিয়াতি, প্রতারণা, হুন্ডি লেনদেন, আন্ডার ও ওভার ইনভয়েস এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে গোলাম দস্তগীর গাজী বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে।