সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ৩:২৯
সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের সময় ধনঞ্জয় কুমার দাস সংশ্লিষ্ট আন্দোলনের বিরোধিতা না করে বরং তার বিপক্ষে অবস্থান নেন এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তার বিরুদ্ধে অসদাচরণ এবং দায়িত্ব পালনে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ নামীয় গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত বছরের ৫ আগস্ট থেকে ধনঞ্জয় কুমার দাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর কর্মরত ছিলেন না। এরপর তাকে রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। দীর্ঘ অনুপস্থিতি এবং নির্দেশনা অমান্য করার পর অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।