সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দুই হাজার মানুষ পেল চিকিৎসা

রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ :
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ৬:০৮
সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দুই হাজার মানুষ পেল চিকিৎসা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সুবিধাবঞ্চিত দুই হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং বগুড়া অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগের প্রত্যন্ত এলাকাগুলোতে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, ডেন্টাল ও নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেন।

চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগী জানান, শাহজাদপুরের এই অঞ্চলটি এখনও উন্নত চিকিৎসা সেবার বাইরে রয়েছে। এলাকায় একটি নতুন হাসপাতাল নির্মাণ শেষ হলেও সেখানে এখনো চিকিৎসাসেবা চালু হয়নি। এমন অবস্থায় সেনাবাহিনীর এই উদ্যোগকে তারা আশীর্বাদ হিসেবে দেখছেন এবং এতে তারা গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনী এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।