সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে রুম্মান আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এনামুল হক (২৫) নামের আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে।
নিহত রুম্মান সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার বাসিন্দা, আর আহত এনামুল মহালদি এলাকার বাসিন্দা। এনামুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ মেরামতের সময় আকস্মিকভাবে এর একটি চাকা বিস্ফোরিত হয়। এতে রুম্মান ও এনামুল গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে রুম্মানকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ বলেন, “এটি একটি রুটিন কাজ ছিল। আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান মেরামতের কাজ করছিল। হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। এটি একটি দুঃখজনক ঘটনা, তবে বিমানবন্দর বা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমেদ বলেন, “রুম্মানকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিক ভর্তি করা হয়। তবে আইসিইউতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”
আপনার মতামত লিখুন