সৌদিতে পৌঁছেছেন ৩৬ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ১৩ জন হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হজ অফিস, ঢাকা জানায়—গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন।
হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ৪৪৯ জন। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য মোট ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু হয়েছে।
হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট সম্পন্ন করেছে। হজ কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট দিয়ে, যাতে ৩৯৮ জন হজযাত্রী ছিলেন। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।
এদিকে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন রাজবাড়ীর মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড়ের আল হামিদা বানু (৫৪) এবং ঢাকার মো. শাহজাহান কবীর (৬০)। সবাই হৃদরোগ বা শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেন।
চলতি হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। এ পর্যন্ত ৭০টি হজ এজেন্সি এই কার্যক্রমে যুক্ত রয়েছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।
আপনার মতামত লিখুন