হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান তিনি।
এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদানে আয়োজিত জামায়াতের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। বিকেল ৫টার পর বক্তব্য শুরু করলে ৫টা ২০ মিনিটে প্রথমবার তিনি মঞ্চে পড়ে যান। কয়েক মিনিট পর অন্য নেতাদের সহায়তায় উঠে দাঁড়িয়ে আবারও বক্তব্য দেন। তবে কিছুক্ষণ পর আবারও অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে বসে বক্তব্য শেষ করেন।
বক্তব্যে তিনি বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। তিনি শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
হাসপাতালে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন