১০০ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় মদসহ ২ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৭ মে, ২০২৫, ১:১৩
১০০ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় মদসহ ২ মাদককারবারী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার শুরু থেকেই মাদকের ভয়াবহতা রোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঢাকা মহানগরে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। এরই ধারাবাহিকতায় ২৭ মে ২০২৫ তারিখ সকালে রাজধানীর মহাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, উপপরিচালক জনাব শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান ও পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে গঠিত একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

জব্দকৃত আলামত:

১. পাঁচটি ট্রাভেল ব্যাগে মোট ১০০ কেজি (২.৫ মন) গাঁজা।
২. একটি বস্তায় ২৩ বোতল ভারতীয় Old Monk Deluxe Rum, প্রতি বোতলে ৭৫০ মি.লি. (মোট ১৭.২৫ লিটার)।
৩. অপর বস্তায় ২৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ (McDowell’s, AC Black, Iconiq White, Royal Green ইত্যাদি)।

গ্রেফতারকৃতরা:

১. সৌরভ ঘোষ (২৩), পিতা: কার্তিক ঘোষ, মাতা: জবা রাণী ঘোষ; ঠিকানা: হালিতলা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
২. মোঃ শাহিন (৩০), পিতা: রজব আলী, মাতা: আছিয়া বেগম; ঠিকানা: নারায়নতলা, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

অভিযানের প্রেক্ষাপট:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসন্ন ঈদ-উল-আজহা সামনে রেখে একটি চক্র বিপুল পরিমাণ মাদক সরবরাহের পরিকল্পনা করছে। গোপন সূত্রের ভিত্তিতে ডিএনসি সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে নজরদারিতে রাখে এবং নিশ্চিত হয় যে একটি বড় চালান ঢাকায় প্রবেশ করবে। সে অনুযায়ী, গাজীপুরের পূবাইল থেকে এনা পরিবহনের একটি বাসকে অনুসরণ করে টিমটি মহাখালী এলাকায় বাসটি থামিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা মাদকের বিষয়টি স্বীকার করে এবং তাদের দেখানো স্থান থেকে জব্দকৃত মাদক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন পরিবহনে ঢাকাসহ আশেপাশের জেলায় সরবরাহ করতো। তারা ইতিপূর্বেও একাধিক চালান সরবরাহ করেছে বলে স্বীকার করেছে এবং এই সিন্ডিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে, যা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদ উপলক্ষে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠায় ইতোমধ্যে বিশেষ চারটি অভিযানিক টিম গঠন করা হয়েছে। চোরাচালান রোধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বনানী থানায় পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।