১০ ঘণ্টার মধ্যে বোন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করলো পিবিআই যশোর

যশোর সদর উপজেলায় ঘটে যাওয়া আলোচিত বোন হত্যা মামলার মূল আসামি নিহতের ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী ছালমা বেগমকে মাত্র ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর।
জানা গেছে, গতকাল বুধবার (২৩ জুলাই) সকালে শারমিন বেগম (২৮) এর সঙ্গে তার ভাইয়ের স্ত্রী ছালমা বেগমের টাকা পাওনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন মোল্লা হাসুয়া কাঁচি নিয়ে বোনের বাড়িতে গিয়ে শারমিনকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পিবিআই যশোর ছায়া তদন্ত শুরু করে। পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশের নির্দেশনায় এবং যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা’র নেতৃত্বে, তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (নিঃ) শ্যামল কুমার দত্ত, পিপিএম-সেবা এবং এসআই (নিঃ) কমলেশ মন্ডলসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায়, আজ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে খুলনার রূপসা থানাধীন মিল্কি দেয়াড়া গ্রামের মো. গোলাম রসুলের বাড়ি থেকে খোকন মোল্লাকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সকাল আটটার দিকে যশোরের রাজারহাট এলাকার মনিরুল ইসলামের বাড়ি থেকে ছালমা বেগমকেও গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটি পিবিআই, যশোর স্বউদ্যোগে গ্রহণ করেছে।
ধৃত দুই আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পিবিআই। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন