১৩ মাস পিছিয়ে গেল ভারত সফর

ডেস্ক নিউজ
প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ৩:০২
১৩ মাস পিছিয়ে গেল ভারত সফর

গত সপ্তাহে বোর্ড পরিচালকদের সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেই ইঙ্গিত দিয়েছিলেন, শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিল। বাংলাদেশ সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল, সফরটি স্থগিত হয়েছে।

শনিবার যৌথ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানায়, সিরিজটি প্রায় ১৩ মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তবে সফর স্থগিত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি দুই বোর্ড। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সাদা বলের সিরিজ দুটি স্থগিত করতে সম্মত হয়েছে।

চলতি বছরের এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী, ভারতীয় দলের ১৩ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও তা আর হচ্ছে না। মিরপুরে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল সিরিজের।

বিসিবি জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বরেই নতুন করে সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই সময় বাংলাদেশ দলের সূচি তুলনামূলকভাবে ফাঁকা।

বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ভারতীয় দলের সফর নির্ভর করছে সে দেশের সরকারের সবুজ সঙ্কেতের ওপর। তার এই মন্তব্য থেকেই সফর অনিশ্চিত হওয়ার আভাস পাওয়া যায়।

পাকিস্তানে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে ভারতীয় দল সফর করছে না। বাংলাদেশের ক্ষেত্রেও কি তেমন কোনো অবস্থান রয়েছে ভারত সরকারের—এমন প্রশ্নের জবাবে পরিষ্কার করে কিছু বলেননি বিসিবি সভাপতি।

তবে বিসিবির সহ-সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি।